মডার্ন কিন্ডার গার্টেন স্কুল

মডার্ন কিন্ডার গার্টেন স্কুল
রাধানগর, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইল: ০১৭১০৮০৩৭৫৭, ০১৭২৭২০৫০৩৭।

About us


আখাউড়া বাসীর জন্য শিক্ষাকে ব্যাপক ভাবে ছড়িয়ে দিতে ১৯৯৯ খ্রি সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানটির কর্ণদার হলেন  মরহুম মো: হাবিবুর রহমান খান। যার ধারাবাহিকতায় আজও প্রতিষ্ঠানটি আখাউড়া উপজেলার শিশুদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটির শ্লোগান হলো আধুনিক শিক্ষার সম্মন্বয়ে ছোট্ট মনিদের এক ব্যতিক্রম শিক্ষা প্রতিষ্ঠান। সেই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। এই প্রতিষ্ঠানটি  প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সুনামের সাথে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছে। এই প্রতিষ্ঠানের পাঠশেষে বিভিন্ন শিক্ষার্থী বর্তমানে বাংলাদেশের বিভিন্ন দপ্তরে চাকুরী  করছে। মডার্ন  কিন্ডার গার্টেন স্কুলের অভিজ্ঞ শিক্ষকের হাতখড়ি শিক্ষা নিয়ে আজ কেউ ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক ও বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে। 

প্রতিষ্ঠানটির কিছু বৈশিষ্ঠ্য:

                            ১। অত্যন্ত নিরিবিলি পরিবেশে পাঠদান।

                            ২। অভিজ্ঞ শিক্ষক মন্ডলি দ্বারা পরিচালিত ।

                            ৩। সরকারি কারিকুলাম অনুসারে পাঠ দান।

                            ৪। ছাত্র/ছাত্রীদের হাজিরা নিশ্চিত করা হয়।

                            ৫। মাতৃস্নেহে পাঠ দান  । 

                            ৬। প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়া হয়।

                            ৭। শ্রেণির কাজ শ্রেণিতে শেষ করে দেওয়া হয়।

                            ৮। মাসিক টেস্ট ও সেমিস্টার টেস্ট এর সুব্যবস্থা।

                            ৯। কম্পিউটার শিক্ষা ও আরবি শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়।

                            ১০। গরিব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের বিশেষ ছাড়।

                            ১১। দুর্বল ছাত্র/ছাত্রীদের বিশেষ যত্ন নেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.